ইসলামী জীবন (Islamic Life) ব্যবস্থায় যাকাতের গুরুত্ব এবং তাৎপর্য অনেক। এটি ইসলামের অন্যতম একটি ইবাদত। সকল সচ্ছল ধনী মুসলিমের উপর মহান আল্লাহ যাকাতকে ফরয করেছেন। বিভিন্ন শর্ত সাপেক্ষে যাকাত মুসলিমদের উপর ফরয। নিম্নে যাকাত, যাকাতের প্রদানকারীর শর্ত ও যোগ্যতা, যাকাত গ্রহনকারীর বর্ণনা এবং বিভিন্ন দিক বিবেচনায় এর সুফল সমূহ আলোচিত হল। 'যাকাত' আরবি শব্দ। এর আভিধানিক অর্থ - বৃদ্ধি, পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। ইসলামি পরিভাষায়...