সূরা আত-ত্বীন পবিত্র আল কুরআনের ৯৫ তম সূরা। এর আয়াত সংখ্যা ৮ (আট) টি। ত্বীন শব্দের অর্থ আঞ্জির বা ডুমুর। এই সূরাতে মহান আল্লাহর উপর ঈমান (বিশ্বাস) এবং সৎকর্মশীলতার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এই সূরাতে আল্লাহ প্রদত্ত কয়েকটি নিয়ামত বা অনুগ্রহের দোহাই দিয়ে ঈমান ও সৎকাজ করার নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে, যেহেতু মানবজাতি অনেক অনুগ্রহ দ্বারা ধন্য হয়েছে, সেহেতু তাদের উচিত...
আল কোরআনের সর্বপ্রথম সূরাটি হল - সূরাতুল ফাতেহা (Sura tul Fateha)। এই সূরাটিতে মহান আল্লাহর গুন এবং প্রশংসা করা হয়েছে। এই সূরাটি অধিক পাঠ করলে মহান আল্লাহ তাঁর বান্দাদের উপর খুশী হন এবং তাকে তাঁর খালেস বান্দাহ হিসেবে কবুল করে নেন। সূরা ফাতেহা অর্থসহ ١ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ আল্লাহর নাম নিয়ে (আরম্ভ করছি), (যিনি) রহমান (--পরম করুণাময়, যিনি অসীম করুণা ও দয়া বশতঃ বিশ্বজগতের সমস্ত...