কালেমায়ে তৈয়বা
ইসলামী জীবন ব্যবস্থায় কালেমায়ে তৈয়ব এর গুরুত্ব এবং ভূমিকা অপরিসীম। ইসলামের ছায়াতলে ঢোকার মূল এবং প্রধান পথ হল - কালেমায়ে তৈয়বা। এই কালেমা মনে প্রানে বিশ্বাস পূর্বক পাঠ করিলে তবেই না ইসলামের অনুসারীদের অন্তর্ভুক্ত হওয়া যায়। Islamic Life এর আজকের এই পোস্ট থেকে কালেমায়ে তৈয়বা এর বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারবেন।
ইসলামের সু-শিতল জীবনের প্রবেশের প্রথম পথ বা দরজা হল - কালিমায়ে তায়্যিব। এটি ইসলামের ৫ টি স্তম্ভের প্রথম স্তম্ভের শপথ বানী সরুপ। মহান আল্লাহ কে মনে প্রানে বিশ্বাস করে তাঁর সৃষ্টির উপর সন্দেহ ব্যতিরেখে মহান আল্লাহকে একমাত্র শ্রোষ্ঠা মেনে নিয়ে তাঁর প্রতি নিজেকে অর্পন করে এই কালেমা পাঠ পূর্বক কেউ ইসলামের সু-শীতল ছায়ায় প্রবেশ করতে পারে না।
কালেমায়ে তৈয়বা আরবীঃلَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ مُحَمَّدٌ رَسُولُ ٱللَّٰকালেমায়ে তৈয়বা বাংলা উচ্চারনঃলা~ইলা-হা ইল্লাল্ল-হু মুহাম্মাদুর রসূলুল্ল-হ্।কালেমায়ে তৈয়বা বাংলা অর্থঃআল্লাহ্ ছাড়া কোন সত্য উপাস্য নাই, মুহাম্মাদ (সাঃ) তার প্রেরিত রসূল।
কালেমায়ে তৈয়বার ফজিলতসমূহঃ
মহান আল্লাহ তায়ালা কালেমা তৈয়বার ফযিলত সম্পর্কে ব্যখ্যা করতে যেয়ে বলেছেন , সূরা ইব্রাহীম,-২৪-২৫
أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ اللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِي السَّمَاءِতোমরা কি ভেবে দেখ নি আল্লাহ্ কিভাবে উপমা দিয়ে থাকেন সাধু কথাকে উৎকৃষ্ট গাছের সঙ্গে, যার শিকড় হচ্ছে মজবুত ও যার ডালপালা আকাশে,
تُؤْتِي أُكُلَهَا كُلَّ حِينٍ بِإِذْنِ رَبِّهَا ۗ وَيَضْرِبُ اللَّهُ الْأَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَতা তার ফল দিচ্ছে প্রত্যেক মৌসুমে তার প্রভুর অনুমতিক্রমে। আর আল্লাহ্ মানবসমাজের জন্য উপমাসমূহ প্রয়োগ করেন যেন তারা স্মরণ করতে পারে।
কালেমাইয়ে তৈয়বার পূর্ণ ফায়দা অর্জনের লক্ষ্যে সাতটি শর্ত পূরণ করতে হয়।
১• জ্ঞান থাকা আবশ্যক,২• দৃঢ়ভাবে বিশ্বাস করা,৩• পরম নিষ্ঠাবোধ,৪• মুনাফেকীর গন্ধ না থাকা,৫• ঐকান্তিক ভালবাসা লাভ করা,৬• পূর্ণ আনুগত্য পোষণ করা,৭• বিপরীত ব‘ অস্বীকার করা,
এতে প্রমাণিত হয় যে, কালোমা তাইয়্যেবা না পড়ে যেমন ইসলামের মধ্যে প্রবেশ করা যায় না, ঠিক তেমনিভাবে কালেমার অর্থ না বুঝলে খাঁটি মুসলমান হওয়া যায় না।