কালেমায়ে তাওহিদ


হান আল্লাহর প্রতি আন্তরিক বিশ্বাস এবং একত্ববাদকে মুখে স্বীকারক্তি দেওয়ার তৃতীয় ও অন্যতম শ্রেষ্ঠ একটি কালেমা হল কালেমায়ে তওহীদ। যা আল্লাহর প্রতি বিশ্বাস, তাঁর সমগ্র বিশ্বের মালিকানার প্রতি পূর্ণ বিশ্বাস, সকল ক্ষমতা এবং প্রশংসা যে একমাত্র তাঁর জন্য তা স্বীকার করার অন্যতম মাধ্যম। 

কালেমায়ে_তওহীদ-Islamic Life

কালেমায়ে তওহীদ আরবীঃ  

لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ ٱلْمُلْكُ وَلَهُ ٱلْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ أَبَدًا أَبَدًا، ذُو ٱلْجَلَالِ وَٱلْإِكْرَامِ بِيَدِهِ ٱلْخَيْرُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ



কালেমায়ে তওহীদ বাংলা উচ্চারনঃ  
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওলাহুল হামদু উহয়ী ওয়া ইয়োমিতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু আবাদান আবাদা জুল জালালি ওয়াল ইকরাম বি ইয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির

কালেমায়ে তওহীদ বাংলা অর্থঃ 


আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়। তার কোন অংশীদার নেই। সকল ক্ষমতা এবং প্রশংসা তারই জন্য। তিনিই জীবন ও মৃত্যুর মালিক। তিনি চিরঞ্জীব, তিনি সকল সম্মানের মালিক। তার হাতেই সকল মঙ্গল এবং তিনি সবকিছুর উপর ক্ষমতা রাখেন।

এই কালেমা অধিক পাঠের বিস্তর ফযিলত। মুসলিমরা যদি প্রতিদিন নিয়মিত এই কালেমা মনে মনে পাঠ করতে থাকে - তবে আল্লাহ তাদের অন্তরে এক প্রকার মহিমা এবং প্রবল ইমানী শক্তি দান করেন। 

কালিমা সমূহঃ 

  • Share: