সূরা আন-নাসর পবিত্র কুরআনের মর্যাদা সম্পূর্ন একটি সূরা। এই সূরা মক্কায় বিদায় হজ্বের সময় অবতীর্ণ হয়েছিল। কিন্তু যে সমস্থ সূরা হিজরতের পরে অবতীর্ণ হছে সেগুলা স্থান নির্বিশেষে মাদানী সূরা। এজন্য এ সূরাও মাদানি সূরা। এর আয়াত সংখ্যা তিন। সূরা আন-নাসর পবিত্র কুরআনের ১১০ তম সূরা। এ সূরার 'নাসর' শব্দ থেকে সূরাটির নাম রাখা হয়েছে আন-নাসর। অর্থসহ সূরা আন-নাসরঃ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِআল্লাহর নাম নিয়ে (আরম্ভ...