যোহরের এবং জু'মার নামাজের নিয়ম
যোহরের নামাজ মুসলিমদের জন্য ফরয (আবশ্যই করনীয়) একটি এবাদত। এটি দিনের মধ্যভাগে আদায় করতে হয়। যোহরের নামাজে ৪ রাকাত সুন্নাত, ৪ রাকাত ফরয এবং ২ রাকাত সুন্নত আদায় করতে হয়। অনেকেই সর্বশেষ ২ রাকাত নফল নামাজ আদায় করে। যোহরের নামাজে ৪ রাকাত ফরয জামায়াতের সাথে আদায় করতে হয়। তবে নারীদের ক্ষেত্রে একা একা পরার নিয়ম। এছাড়া সুন্নত এবং নফল নামাজ একা পরতে হয়।
এই নামাজেও অন্যান্ন নামাজের ন্যায় পবিত্র অবস্থায় কিবলামূখি হয়ে জায়নামাজে দাড়িয়ে নিয়ত করে শুরু করতে হয় । এরপর ছানা, সূরা ফাতেহা এবং পরবর্তী একটি সূরা মিলিয়ে পরতে হয় । অতপর আল্লাহ আকবর বলে রুকুতে গিয়ে তাসবীহ পরে পুনরায় আল্লাহ আকবর দাঁড়িয়ে ।
যোহরের নামাজের নিয়তসমূহঃ
প্রথম ৪ রাকাত সুন্নতের নিয়তঃ
৪ রাকাত ফরজের নিয়তঃ
২ রাকাত সুন্নতের নিয়তঃ
২ রাকাত নফলের নিয়তঃ
জুমা'র নামাজের নিয়ত সমূহঃ
এখানে হবে।
ছানাঃ
এখানে হবে...
দরুদ শরীফঃ
এখানে হবে।।।
দোয়ায়ে মাসুরাঃ
এখানে হবে...
মূনাজাতঃ
এখানে হবে...
যোহরের নামাজের ফযিলতঃ
এখানে হবে।...