ইমান শব্দের অর্থ বিশ্বাস। ইসলামের মূল বিষয়গুলির প্রতি বিস্বাসকেই ইমান বলা হয়। প্রকৃত অর্থে আল্লাহ তায়ালা, নবী-রাসুল, ফেরেশতা, আখিরাত, তাকদির ইত্যাদি বিষয় মনে প্রানে বিশ্বাস করা ও মেনে চলাই হল ইমান। যে ব্যক্তি এই সকল বিষয়কে আন্তরিকভাবে বিশ্বাস করেন তিনি মুমিন। ইমান ও মুমিন শব্দ দুটি একটি আরেকটির পরিপূরক। যদি কেউ অন্তরে বিশ্বাস না করে সে ইমান আনোয়নে ব্যর্থ এবং যে ব্যক্তি ইমান আনয়নে ব্যর্থ সে মুমিন নয়। চলুন আজ কুরআন ও হাদিসের আলোকে জেনে নেই ইমান ও মুমিন সম্পর্কে বিস্তারিত -
ইমানের তিনটি প্রধান দিকঃ
১। অন্তরে বিশ্বাস করা,২। মুখে স্বীকার করা এবং
৩। সে অনুযায়ী আমল করা।
ইমানে মুফাসসাল বা ৭ টি মৌলিক বিষয়ঃ
ইমান বা বিশ্বাসের মৌলিক বিষয় মোট সাতটি। মুমিন হও্যার জন্য এ সাতটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে।
১। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস।২। ফেরেশতাগনের প্রতি বিশ্বাস।
৩। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস।
৪। নবী ও রাসূলগনের প্রতি বিশ্বাস।
৫। আখিরাতের প্রতি বিশ্বাস।
৬। তাকদিরের প্রতি বিশ্বাস।
৭। মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস।
ইমান আনার শুভ পরিনামঃ
ইমান আল্লাহর একটি বড় নিয়ামত। ইমানের মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যান লাভ করতে পারে। মুমিন ব্যক্তি দুনিয়াতে শ্রোদ্ধা, সম্মান, কল্যান ও সাফল্য লাভ করেন। সকলেই তাকে ভালোবাসে। আল্লাহ তায়ালা এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা আল-মুনাফিকুন এর ৮ নং আয়াতে বলেছেন -
وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَٰكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ
অর্থঃ "আর সম্মান তো কেবল আল্লাহ, তাঁর রাসূল এবং মুমিনদের জন্যই"
মুমিন ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের প্রিয়পাত্র। আল্লাহ তায়ালা মুমিনদের ভালোবাসেন। আখিরাতে তিনি মুমিনদের চিরশান্তির জান্নাত দান করবেন। মুমিনগন সেখানে চিরকাল থাকবেন। জান্নাতের সকল নিয়ামত ভোগ করবেন। আল্লাহ তায়ালা সূরা আল কাহাফ এর ১০৭ ও ১০৮ নং আয়াতে বলেছেন -
O إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا O خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا
অর্থঃ "নিশ্চয়ই যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস"।
ইমান ও মুমিন সম্পর্কিতঃ
১। আল্লাহ ও রাসূলের প্রতি ইমান ।
২। ইসলামের প্রতি ইমান আনয়নের গুরুত্ব এবং ফযিলত।
৩। আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস।
৪। জান্নাতুল ফিরদাউস প্রপ্তির আমল।
৫। দুনিয়া ও আখিরাতের সম্মানী ব্যক্তিতে পরিনত হওয়ার কৌশল।
0 মন্তব্য বা কমেন্টস